(বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআসমিহী শায়উন ফিল আরদ্বি ওয়ালা ফিসসামায়ী ওয়া হুয়াস সামীউল আলীম।)
আমি সেই আল্লাহর নামে আরম্ভ করছি , যার নামে শুরু করলে আকাশ ও পৃথিবীর কোন বস্ত-ই কোন রূপ অনিষ্ট সাধন করতে পারে না । বস্তত তিনি হচ্ছেন সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা।’ [তিরমিজি -৫/৪৬৫, আহমদ -৪/৩৩৭
পড়বে সকাল হওয়া পর্যন্ত তার উপর আকস্মিক কোন বিপদ আসবে না। আর যে সকালে তা পড়বে সন্ধ্যা হওয়া পর্যন্ত তার সন্ধ্যা হওয়া পর্যন্ত তার উপর কোন বিপদ আসবে না।
(আবু দাউদ,নাসায়ী,মুসনাদে আহমদ,ইবনে আবী শায়বা)
এ ছাড়া তিরমীজি, নাসায়ী ও মুসনাদে আহমদের একটি বর্ণনায় এসেছে ঐ ব্যক্তিকে কোন কিছুতে ক্ষতি করতে পারবে না।
...
October 30 2011 Delete