বিশ্ববিখ্যাত ও সর্ববৃহৎ সোশাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক কিছুদিন পর পরই তাদের ব্যবহারকারীদের জন্য বিভিন্ন চমক নিয়ে আসে। এরই ধারাবাহিকতায় ও নতুন বছরের উপহার স্বরূপ ফেসবুক অবমুক্ত করল তাদের ১ম ডেক্সটপ ম্যাসেঞ্জার। বাজারে অন্যান্য আরও ফেসবুক ডেস্কটপ ম্যাসেঞ্জার থাকলেও ওগুলোতে বিভিন্ন সমস্যা দেখা যায়, যেমন- লগ আউট করার পরেও অনলাইনে দেখায়। ফেসবুকের বিভিন্ন ফিচারগুলোকে খুব সুন্দরভাবে সমন্বয় করা হয়েছে এই ডেস্কটপ ম্যাসেঞ্জারটিতে। এটির প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে-
১.ব্রাউজার ছাড়াই নরমালি ডেস্কটপে চ্যাট করতে পারবেন।
২.ফেসবুককে লাইভ দেখবেন ব্রাউজার ছাড়াই।
৩.বন্ধুদের চ্যাট বক্সে সার্চ করতে পারছেন।
৪.নোটিফিকেশন সমুহ পাচ্ছেন ডেস্কটপে।
৫.কে আপনাকে পারসোনালি মেসেজ দিলো তাও দেখছেন ডেস্কটপে।
৬.ফ্রেন্ড রিকোয়েস্ট দেখতে পারবেন ডেস্কটপেই।
৭.ডেস্কটপের ডান পাশে গেজেটের মতই রেখে দিতে পারবেন এই মেসেঞ্জার।
৮.অবশেষে সব সময় ব্রাউজার ছাড়াই ফেসবুক কে ব্যাবহার করতে পারবেন।
এত সুন্দর ম্যাসেঞ্জারটি ডাউনলোড করুন।