Bismillah Hir Rahmanir Rahim, সকলেক শুভেচ্ছা,
আজেক আমি দেখাব কিভাবে oracle 10g তে কি কি কাজ করলাম তা একটা নির্দিষ্ট location এ save করে রাখব।
First
Oracle 10g তে user name আর password দিয়ে log in করুন।
then
Spool on করুন
command: SQL> spool on;
location specify করুন
command: SQL> spool E:\\xyz.txt;
এরপর আপনি যতক্ষন কাজ করেবন কাজ জমা হেত থাকেব। আপিন কি কি কাজ করেলন তা দেখতে চাইেল spool off লিখে enter press করুন। এবার Oracle 10g কে minimize করে E drive এ গিয়ে xyz.txt file কে open করুন।
মনে রাখেবন আবার যদি oracle এ কাজ করি এবং তা xyz.txt file এ রাখেত চাইলে append করেত হেব
এভাবে করেবন:
SQL> spool on; //enter press
SQL> spool E:\\xyz.txt append; //enter press
আজ এখানে শেষ করলাম।